Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Distribution of agricultural machinery at subsidized rates
Details

উপজেলার সম্মানিত কৃষক ভাইবোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র ক্রয়ে আগ্রহীদের কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহবান করা হচ্ছে।

যে সব যন্ত্রে ভর্তুকি প্রযোজ্যঃ 

১। কম্বাইন হার্ভেস্টার (ধান, গম, ভূট্টা একই সাথে কাটা, মাড়াই, ঝাড়াই করার যন্ত্র)।

২।রাইস ট্রান্সপ্লান্টার (ধানের চারা রোপণ যন্ত্র) ওয়াকিং ও রাইডিং টাইপ।

৩। রিপার (ধান, গম  কাটার যন্ত্র)।

৪। রিপার বাইন্ডার (কাটা এবং আঁটি বাধার যন্ত্র)। 


আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি: 

১। কৃষি কার্ড এর ফটোকপি 

২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 

৩। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি 

৪। মোবাইল নম্বর  


**আবেদন জমা দেওয়ার সর্বশেষ সময়ঃ ১৫ নভেম্বর ২০২৩। নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।
**আবেদন জমার স্থানঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, সিরাজদিখান, মুন্সীগঞ্জ।
বিস্তারিত তথ্যের জন্যে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
Attachments
Publish Date
31/10/2023
Archieve Date
23/11/2023